ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিশ্ব শান্তি দিবস আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ২১ সেপ্টেম্বর ২০২০

আজ ২১ সেপ্টেম্বর, ‘বিশ্ব শান্তি দিবস’। ২০০১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এদিন বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয়। 

এ উপলক্ষে আজ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তির ঘণ্টা বাজাবেন। তিনি বিশ্বের সব অঞ্চলের মানুষের জন্য শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন। 

দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘একসাথে শান্তিতে রূপান্তর’। 

এবার শান্তির পদযাত্রা ও সম্মিলিত শপথ অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না। তবে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব শান্তি দিবসের প্রতীক ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি